বৈষ্ণবনগরের প্রমোদ ভবনে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে মেধা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হল বুধবার। এই উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াচকের এসডিপিও ফয়সাল রাজা, বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার, কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার, বিনয় ঘোষ প্রমুখ। বৈষ্ণবনগর এলাকার বিভিন্ন স্কুল থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল কারী মোট ৪০ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়।